Terms & Conditions


এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি নিচে বর্ণিত শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট ব্যবহার করার আগে শর্তাবলিগুলো মনোযোগ দিয়ে পড়ুন। যদি আপনি এসব শর্তাবলিতে সম্মত না হন, তবে অনুগ্রহ করে Parizaad.com.bd ওয়েবসাইটটি ব্যবহার করবেন না।


১. সাধারণ তথ্য

Parizaad.com.bd একটি অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম যা গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে। আমাদের সাইটে প্রবেশ এবং ব্যবহার করলে ধরে নেয়া হবে যে আপনি আমাদের নিয়ম ও শর্তাবলী মেনে নিয়েছেন।


২. পণ্য ও প্রাপ্যতা

আমরা ওয়েবসাইটে তালিকাভুক্ত প্রতিটি পণ্যের বিবরণ, ছবি ও মূল্য যথাসম্ভব নির্ভুল রাখার চেষ্টা করি। তবে কোনো প্রকার টাইপোগ্রাফিক ভুল, তথ্য হালনাগাদ না থাকা বা স্টক ফুরিয়ে যাওয়ার কারণে কোনো পরিবর্তন হলে তার জন্য Parizaad.com.bd দায়ী থাকবে না।


৩. অর্ডার এবং পেমেন্ট

  • অর্ডার নিশ্চিত করার জন্য গ্রাহককে পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দিতে হবে।
  • পেমেন্ট সফল হলে অর্ডার প্রক্রিয়াকরণ শুরু হবে।
  • Parizaad.com.bd যেকোনো সময় অর্ডার বাতিল করার অধিকার সংরক্ষণ করে, বিশেষ করে যদি পণ্যের তথ্য ভুল থাকে বা স্টক না থাকে।

৪. ডেলিভারি

  • পণ্য সাধারণত ৩-৭ কার্যদিবসের মধ্যে গ্রাহকের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়।
  • দূরবর্তী এলাকায় ডেলিভারিতে অতিরিক্ত সময় লাগতে পারে।
  • শিপিং চার্জ অঞ্চলভেদে আলাদা হতে পারে।

৫. রিটার্ন ও রিফান্ড নীতি

  • পণ্য গ্রহণের ৭ দিনের মধ্যে রিটার্ন/বদল সম্ভব, যদি তা ত্রুটিপূর্ণ হয় বা গ্রাহকের অর্ডারের সাথে মেলে না।
  • ব্যবহৃত, খোলা বা নষ্ট করা পণ্য রিটার্নযোগ্য নয়।
  • বিস্তারিত জানতে রিটার্ন পলিসি দেখুন।

৬. ব্যবহারকারীর দায়িত্ব

  • সাইট ব্যবহারকালে গ্রাহককে অবশ্যই সত্য, নির্ভুল তথ্য প্রদান করতে হবে।
  • গ্রাহক কোনো প্রকার অবৈধ কার্যক্রম, স্প্যাম, হ্যাকিং বা ক্ষতিকর সফটওয়্যার প্রচার করতে পারবেন না।
  • ওয়েবসাইটের কোনো কনটেন্ট অনুমতি ছাড়া কপি বা পুনঃব্যবহার করা যাবে না।

৭. গোপনীয়তা

  • আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
  • তথ্য সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে বিস্তারিত জানতে আমাদের প্রাইভেসি পলিসি দেখুন।

৮. কপিরাইট ও মালিকানা

Parizaad.com.bd ওয়েবসাইটের সব লেখা, ছবি, লোগো, ডিজাইন, ও অন্যান্য কনটেন্ট আমাদের মালিকানাধীন বা লাইসেন্সপ্রাপ্ত। এগুলো কোনো অনুমতি ছাড়া ব্যবহার করা নিষিদ্ধ।


৯. পরিবর্তন ও হালনাগাদ

Parizaad.com.bd যে কোনো সময় এই শর্তাবলী পরিবর্তন বা আপডেট করার অধিকার রাখে। পরিবর্তনের পর ওয়েবসাইট ব্যবহার করলে ধরে নেওয়া হবে আপনি নতুন শর্তাবলীও মেনে নিয়েছেন।


১০. আইনগত অধিকার

এই ওয়েবসাইট এবং এর শর্তাবলী বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে। কোনো বিরোধ দেখা দিলে, তা বাংলাদেশের আদালতের মাধ্যমে সমাধান করা হবে।


১১. যোগাযোগ